একটি পরিবার, একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান
লিখেছেন লিখেছেন আমীর আজম ২০ এপ্রিল, ২০১৮, ০৩:১৬:৪৯ রাত
বর্তমান সেক্যুলার শিক্ষাব্যবস্থার বিরুদ্ধে কিছু কার্যকর পদক্ষেপ নেয়া যেতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল পরিবার কেন্দ্রিক স্বতন্ত্র শিক্ষা ব্যাবস্থা চালু করা।
এক্ষেত্রে আমাদের যা করা উচিৎ :
- প্রত্যেক পরিবারে কুরান, হাদীস ও ইসলামি সাহিত্য দিয়ে ভরপুর একটি লাইব্রেরী থাকতে হবে ।
- বই গুলো সিলেবাস ভিত্তিক ভাগ করে নিতে পারেন।
- আপনাকে আগেই ঠিক করে নিতে হবে কোন বই গুলো আপনার সন্তানকে স্কুলে ভর্তি হওয়ার আগেই পড়াবেন। কোন কোন সুরা গুলো সে শুনে শুনে মুখস্থ করবে, নবী, রাসুল, সাহাবীদের কোন ঘটনা গুলো সে গল্পের মতো করে শুনবে, কোন ধরণের ছড়াগুলো সে আবৃতি করবে।
- প্রাথমিক স্তরের শুরুতে ইলমুল কুরান ও ইলমুল হাদীসের জ্ঞান এমনভাবে রপ্ত করানোর পদক্ষেপ নিন যেন সে ক্লাস ওয়ান শেষ করার আগেই শুদ্ধ ভাবে কুরান তিলাওত করতে পারে।
- প্রাথমিক স্তর শেষ করা পর্যন্ত কোন ক্লাসে সে কোন কোন সুরা গুলো বিস্তারিত পড়বে, কোন কোন সুরা গুলো মুখস্থ করবে, প্রয়োজনীয় কোন কোন হাদীস গুলো পড়বে এবং মুখস্থ করবে, কোন ক্লাসে কি ধরণের ইসলামি সাহিত্য পড়বে তা আপনাকে আগেই ঠিক করে ফেলতে হবে।
- অনুরূপভাবে মাধ্যমিক স্তরের জন্যেও একটা সিলেবাস তৈরি করে রাখতে পারেন।
- মাধ্যমিক পর্যন্তই যথেষ্ট। এরপর আর আপনাকে চিন্তা করতে হবে না। আল্লাহ সহায় হলে সে নিজের সিলেবাস নিজেই তৈরি করে নিতে পারবে। আর সংগঠন তো পাশে আছেই।
কেনো প্রয়োজন :
- যারা বিভিন্ন স্তরের দায়িত্বশীল ছিলেন বা আছেন তারা হয়তো এর প্রয়োজনীয়তা হাড়ে হাড়ে টের পেয়েছেন। সংগঠনে একটা জনশক্তি বৃদ্ধি করতে কি পরিমাণ কষ্ট করতে হয়। তার কতো প্রশ্নের উত্তর দিতে হয়, কতো সমস্যা সমাধান করতে হয়। অন্তত আমাদের একটা বিষয় নিশ্চিত করা উচিৎ আমার জন্য আমার দায়িত্বশীল যে পরিমাণ কষ্ট করেছে, আমার সন্তানের জন্য তার দায়িত্বশীলকে যেন এই পরিমাণ কষ্ট করার প্রয়োজন না হয়।
- বর্তমান সেক্যুলার শিক্ষা ব্যাবস্থায় একজন শিক্ষার্থী গ্রাজুয়েশন কমপ্লিট করার পরেও তার অন্তর থাকে ধর্মীয় শিক্ষায় একেবারে শুণ্য। সহীহ কুরান তিলাওত তো দূরের কথা আরবি ২৯ টা হরফ চেনাও তার পক্ষে সম্ভব হয় না । এক জন মুসলমান হিসেবে এর থেকে বেশি দু:খজনক আর কি হতে পারে !!! তাই আমরা যদি পদক্ষেপ না নেই, তাহলে কে আর আছে এগিয়ে আসার মতো ??
আপনার কি প্রয়োজন :
- যতো সহজে বলা হলো কাজটা আসলে এতো সহজ নয়। এরকম একটা পারিবারিক লাইব্রেরী করা খুবি কঠিন কাজ। তার থেকে বেশি কঠিন সিলেবাস অনুযায়ী বই সাজানো । এর জন্য প্রয়োজন অনেক ধৈর্য এবং অধ্যবসায়। অবশ্যই প্রতিটা বই আপনি নিজেই পড়বেন আগে। তা না হলে এরকম একটা সিলেবাস তৈরি করতে কখনই পারবেন না।
- আপনার পারিবারিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের ভূমিকা পালন করবে অবশ্যই আপনার সহধর্মিণী। তাই সহধর্মিণী বাছাই করার আগে অবশ্যই আপনাকে দেখতে হবে তিনি এ ধরণের প্রতিষ্ঠান পরিচালনা করার যোগ্য কি না ।
- যারা ইতোমধ্যে বাছাই করে ফেলেছেন তাদের কাজ এখন আপনার সহধর্মিণীকে এই গুরুত্বপূর্ণ কাজের ব্যাপারে মোটিভেশন চালানো এবং যোগ্য হিসেবে গড়ে তোলার আপ্রাণ চেষ্টা করা ।
বিষয়: বিবিধ
৬৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন